Wellcome to National Portal
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০১৪

আন্তর্জাতিক যোগসূত্র

বিগত ২৫ বছরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কৃষি উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে বিশ্বব্যপি প্রযুক্তি ও তথ্য বিনিময় প্রসার ঘটানো এবং প্রযুক্তিগত, বৈজ্ঞানিক তথ্য ও জার্মপ্লাজম অন্তঃপ্রবাহ থেকে উপকৃত হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া বিগত ১০ বছরে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মতবিনিময়, কৌশল, ব্যক্তি এবং উপকরণ নিয়মাবদ্ধ করা হয়েছে। বিএআরসি কনসালটেটিভ গ্রুপ অফ ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এর গবেষণা কেন্দ্র এবং বিভিন্ন দেশের গবেষণা সমন্বয়কারী সংস্থার অংশীদার হয়েছে। ধান, গম, সবজি, আলু এবং ডাল সংক্রান্ত উন্নয়ন আন্তর্জাতিক সহযোগিতার চমৎকার উদাহরণ। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ)/চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বর্তমানে বিএআরসি বহু জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকরী সংযোগ রক্ষা করে থাকে। তাদের মধ্যে কয়েকটি হল:

 

সিজিআইএআর সেন্টার

 

  • ইন্টারন্যাশনাল রাইস রিসার্স ইনষ্টিটিউট (IRRI), Los Banos, ফিলিপাইন
  • ইন্টারন্যাশনাল মেইজ এন্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (CIMMYT), El Batan, মেক্সিকো
  • ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্স ইনষ্টিটিউট ফর সেমি এরিড ট্রপিক্স (ICRISAT), হায়দ্রাবাদ, ইন্ডিয়া
  • ইন্টারন্যাশনাল প্লান্ট জেনেটিক রিসোর্সেস ইনষ্টিটিউট (IPGRI), রোম, ইতালি
  • ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (সিআইপি), লিমা, পেরু
  • ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনষ্টিটিউট (IFPRI), ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  • ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনষ্টিটিউট (IWMI),কলম্বো, শ্রীলঙ্কা
  • ইন্টারন্যাশনাল সেন্টার ফর এগ্রিকালচারাল রিসার্চ ইন দি ড্রাই এরিয়া (ICARDA), আলেপ্পো, সিরিয়া
  • ইন্টারন্যাশনাল লাইভষ্টক রিসার্স ইনষ্টিটিউট (ILRI), নাইরোবি, কেনিয়া
  • ওয়ার্ল্ড ফিস সেন্টার, পেনাং, মালয়েশিয়া
  • ওয়াল্ড এগ্রোফরেষ্ট্রি সেন্টার, নাইরোবি, কেনিয়া

 

রিজিওনাল/ইন্টারন্যাশনাল অরগানাইজেশন/নেটওয়ার্ক

 

  • ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্স (ICAR), নিউ দিল্লি, ইন্ডিয়া
  • পাকিস্তান এগ্রিকালচারাল রিসার্স কাউন্সিল (PARC), ইসলামাবাদ, পাকিস্তান
  • শ্রীলঙ্কান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্স (CARP), শ্রীলংকা
  • নেপাল এগ্রিকালচারাল রিসার্স কাউন্সিল (NARC), কাঠমান্ডু, নেপাল
  • মালয়েশিয়ান এগ্রিকালচারাল রিসার্স এন্ড ডেভলপমেন্ট ইনস্টিটিউট (MARDI), মালয়েশিয়া
  • অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্স (ACIAR), ক্যানবেরা, অস্ট্রেলিয়া
  • ফিলিপাইন কাউন্সিল ফর এগ্রিকালচারাল এন্ড রিসোর্সেস রিসার্স এন্ড ডেভলপমেন্ট (PCARRD), ফিলিপাইন
  • দি ওয়ার্ল্ড ভেজিটেবল সেন্টার/সাউথ এশিয়ান ভেজিটেনল রিসার্স এন্ড ডেভলপমেন্ট নেটওয়ার্ক, হায়দ্রাবাদ, ইন্ডিয়া
  • এশিয়া প্যাসিফিক এসোসিয়েশন অফ এগ্রিকালচারাল রিসার্স ইনস্টিটিউট (APAARI), ব্যাংকক, থাইল্যান্ড
  • কাউন্সিল ফর পার্টনারশীপ অন রাইস রিসার্স ইন এশিয়া (CORRA), IRRI, ফিলিপাইন
  • সেন্টার ফর এগ্রিকালচার এন্ড বায়োসাইন্স ইন্টারন্যাশনাল (CABI), ইউকে
  • ইন্টারন্যাশনাল ইনফরমেশন সিস্টেম ফর দি এগ্রিকালচারাল সায়েন্সেস এন্ড টেকনোলজি (AGRIS), FAO, রোম, ইতালি
  • এশিয়া প্যাসিফিক সেন্টার ফর এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এন্ড মেশিনারী (APCAEM), বেইজিং, চীন
  • রাইস হুইট কনসোটিয়াম ফর দি ইন্ডোগেনজেটিক প্লেইন (RWC-ICP), CIMMYT/ IRRI/NARS
  • সেন্টার ফর এ্যলিভিয়েশন অফ প্রভারটি থ্রো সেকেন্ডারী ক্রপ ডেভলপমেন্ট ইন এশিয়া এন্ড দি প্যাসিফিক (CAPSA), বোগর, ইন্দোনেশিয়া
  • সার্ক এগ্রিকালচারাল সেন্টার (SAC) অফ দি সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন (SAARC), ঢাকা, বাংলাদেশ
  • সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভলপমেন্ট ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক (CIRDAP), ঢাকা, বাংলাদেশ
  • ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্ট (ICIMOD), নেপাল