বিগত ২৫ বছরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কৃষি উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে বিশ্বব্যপি প্রযুক্তি ও তথ্য বিনিময় প্রসার ঘটানো এবং প্রযুক্তিগত, বৈজ্ঞানিক তথ্য ও জার্মপ্লাজম অন্তঃপ্রবাহ থেকে উপকৃত হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া বিগত ১০ বছরে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মতবিনিময়, কৌশল, ব্যক্তি এবং উপকরণ নিয়মাবদ্ধ করা হয়েছে। বিএআরসি কনসালটেটিভ গ্রুপ অফ ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ এর গবেষণা কেন্দ্র এবং বিভিন্ন দেশের গবেষণা সমন্বয়কারী সংস্থার অংশীদার হয়েছে। ধান, গম, সবজি, আলু এবং ডাল সংক্রান্ত উন্নয়ন আন্তর্জাতিক সহযোগিতার চমৎকার উদাহরণ। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ)/চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বর্তমানে বিএআরসি বহু জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকরী সংযোগ রক্ষা করে থাকে। তাদের মধ্যে কয়েকটি হল:
সিজিআইএআর সেন্টার
রিজিওনাল/ইন্টারন্যাশনাল অরগানাইজেশন/নেটওয়ার্ক