ড. নাজমুন নাহার করিম
নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব)
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)
ড. নাজমুন নাহার করিম ১৯ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে যোগদান করেন। উক্ত পদে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বিএআরসি’র সদস্য পরিচালক (প্রাণিসম্পদ, গ্রেড-২) পদে কর্মরত ছিলেন।
ড. নাজমুন নাহার করিম ১৪ মার্চ ২০১৩ সালে বিএআরসি’র কৃষি প্রকৌশল ইউনিটে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালের ২৩ জুন পরিচালক, কৃষি তথ্য কেন্দ্র, হিসেবে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে তিনি কৃষি প্রকৌশল ইউনিটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২৯ অক্টোবর ২০২৩ তারিখে তিনি সদস্য পরিচালক (প্রাণিসম্পদ, গ্রেড-২) হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি ১ জুন ১৯৯৪ সালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
ড. নাজমুন নাহার করিম তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে প্রধান/সহযোগী গবেষক হিসেবে গবেষণা প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা কার্যক্রম তত্ত্বাবধান ও সম্পাদন, গবেষণা প্রকল্প পরিবীক্ষণ, সমন্বয়ক হিসেবে বিভিন্ন প্রকল্প পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি কৃষি যান্ত্রিকীকরণ রোডম্যাপ ২০২১, ২০৩১ ও ২০৪১ প্রণয়ন কমিটির একজন সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি সম্পদ কৌশল বিভাগের পিএইচডি থিসিস ডক্টরাল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. নাজমুন নাহার করিম চাকরি জীবনে পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ভারত, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তুরস্কে ভ্রমন করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল, পুস্তক, কর্মশালা ও সিম্পোজিয়ামের প্রসিডিংসে তাঁর প্রকাশনা রয়েছে।
ড. নাজমুন নাহার করিম ১৯৬৬ সালে রাজধানী ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ফজলে করিম ও মাতা সুরাইয়া বেগম।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ১৯৮৭ সালে কৃষি প্রকৌশল বিষয়ে ১ম শ্রেণীতে (২য় স্থান) বিএসসি (সম্মান) ডিগ্রি এবং ১৯৯৯ সালে সেচ ও পানি ব্যবস্থাপনা বিষয়ে ১ম শ্রেণীতে এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ২০০৩ সালে তিনি জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় হতে রিজিওনাল ডেভেলপমেন্ট বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে সেচ ও পানি ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর আজীবন ফেলো; বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন, প্রোগ্রেসিভ এগ্রিকালচারিস্টস্ এবং সোসাইটি ফর সেফ ফুড এর আজীবন সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার্স সোসাইটি’র সদস্য এবং জাপান রেইনওয়াটার ক্যাচমেন্ট সিস্টেম এসোসিয়েশন এর প্রাক্তন সদস্য।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী।