Wellcome to National Portal
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জানুয়ারি ২০২০

বিএআরসি’র কম্পিউটার ও জিআইএস ইউনিটের উদ্যোগে নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসে ফসল পঞ্জিকা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।


প্রকাশন তারিখ : 2017-12-19

বিএআরসি’র কম্পিউটার ও জিআইএস ইউনিটের উদ্যোগে নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসে ফসল পঞ্জিকা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নরসিংদী জেলার ৬ টি উপজেলার ২০ জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং ২০ জন কৃষক অংশগ্রহণ করেন। বিএআরসি’র সম্মানিত নির্বাহী চেয়ারম্যান ড. ভাগ্য রানী বণিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কম্পিউটার ও জিআইএস ইউনিটের উদ্যোগে AFACI-ATIN প্রকল্প, কোরিয়ার অর্থায়নে ২০১৪ সাল হতে এযাবৎ ২৫ টি ফসলের প্রতিটির ছয় হাজার কপি করে মোট ১.৫ লক্ষ কপি ফসল পঞ্জিকা প্রকাশ ও বিতরণ করা হয়েছে। ফসল পঞ্জিকা বিএআরসি’র ওয়েবসাইট (www.barc.gov.bd) হতে বা cropcalendar.barcapps.gov.bd লিংক হতে একসেস করা যাবে।