সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) এর আঞ্চলিক কার্যালয় ১২-১২-২০২১ ইং তারিখে ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে উদ্বোধন করা হয়। বাংলাদেশে এই প্রথম কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট স্থাপিত হলো। বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং জনাব ডেভিড মারিট, কৃষি মন্ত্রী সাস্কাচুয়ান, কানাডা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিআইএফএস-এর অন্তর্বর্তীকালীন সিইও জনাব স্টিভেন ভিসার এবং ডাঃ বালজিৎ সিং, ভাইস-প্রেসিডেন্ট, রিসার্চ, ইউনিভার্সিটি অফ সাস্কাচুয়ান ও ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেছিলেন। জনাব মেসবাহুল ইসলাম, সিনিয়র সচিব, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশে কানাডার হাইকমিশনার মিঃবেনোইট প্রিফন্টেইন এবং কানাডায় বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছারাও বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার, ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান ড. অ্যান্ড্রু শার্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।