Wellcome to National Portal
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ মার্চ ২০২৫

বিএআরসি কর্তৃক প্রস্তুতকৃত “খামারি” মোবাইল অ্যাপস এর শুভ উদ্বোধন।


প্রকাশন তারিখ : 2025-02-26

 

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কর্তৃক তৈরীকৃত ‘খামারি’ মোবাইল অ্যাপ উদ্বোধন

গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় হর্টিকালচার সেন্টার, সাভারে ‘খামারি’ মোবাইল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় উপদেষ্টা, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ ছাইফুল আলম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) এবং মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা ও কৃষক উপস্থিত ছিলেন। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ জুমে সংযুক্ত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হয়। এরপর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বিএআরসি ক্রপ জোনিং প্রকল্পের আওতায় জিওস্পেশাল প্রযুক্তি নির্ভর ‘খামারি’ মোবাইল অ্যাপ তৈরি করেছে, যা ফসল উৎপাদন পরামর্শক হিসাবে কাজ করে। ‘খামারি’ অ্যাপ কৃষি ব্যবস্থার স্থিতিশীলতা বৃদ্ধি, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে, যা টেকসই কৃষি অনুশীলনের লক্ষ্যে কৃষক ও নীতিনির্ধারকদের জন্য একটি মূল্যবান সম্পদ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অতঃপর বিএআরসি’র কম্পিউটার ও জিআইএস ইউনিটের পরিচালক জনাব হাসান মোঃ হামিদুর রহমান খামারি মোবাইল অ্যাপের বিভিন্ন সুবিধাদি এবং উল্লেখযোগ্য ফিচারসমূহ উল্লেখ করেন। অতঃপর বিএআরসি’র সদস্য পরিচালক (শস্য) ড. মোঃ আবদুছ ছালাম ‘খামারি’ মোবাইল অ্যাপ প্রদত্ত সার সুপারিশের কার্যকারিতা মাঠ পর্যায়ে যাচাইয়ে স্থাপিত প্রদর্শনী ট্রায়ালের ফলাফল উল্লেখ করে বলেন, খামারি অ্যাপ প্রদত্ত সার সুপারিশ ব্যবহারে রবি মৌসুমের ৭টি ফসলের ক্ষেত্রে কৃষক চর্চার তুলনায় সার ব্যয় সাশ্রয় ১৩.২২% ও ফলন বৃদ্ধি ১০.৪৩% এবং খরিফ-১ মৌসুমের ৩টি ফসলে ২৭.৩৪% সারের ব্যয় সাশ্রয় ও ১০.০৪% ফলন বৃদ্ধি হয়েছে। তিনি আরোও উল্লেখ করেন, আমন ধানের ৩৪টি প্রদর্শনী ট্রায়ালে ৩৩.৯৯% সারের ব্যয় সাশ্রয় এবং ৬.৮৩% ফলন বৃদ্ধি হয়েছে। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বাস্তবায়িত বোরো ধানের ৬০টি প্রদর্শনী ট্রায়ালের ফলাফল হতে দেখা যায়, কৃষকচর্চার তুলনায় ১৮.২১% সারের ব্যয় সাশ্রয় এবং ৫.৫৯% ফলন বৃদ্ধি হয়েছে।

এ পর্যায়ে ২০২৩-২৪ মৌসুমে স্থাপিত প্রদর্শনী কৃষকের অভিব্যক্তির ভিডিও এবং চলতি রবি মৌসুমের (২০২৪-২৫) প্রদর্শনী ট্রায়ালের প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের এ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ ছাইফুল আলম বলেন, জমির স্বাস্থ্য রক্ষায় ইউরিয়া সারের ব্যবহার কমাতে টিএসপি এর পরিবর্তে ডিএপি সার ব্যবহার করা প্রয়োজন। তিনি ফসল চাষাবাদে পরিমিত সার ব্যবহারে ‘খামারি’ মোবাইল অ্যাপের প্রসংশা করেন এবং মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে এর প্রচার প্রসার ও সম্প্রসারণে ডিএই সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এরপর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয় বলেন, কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য একটি কার্যক্রম কৃষি জমিতে পরিমিত সার ব্যবহার নিশ্চিতে বিএআরসি কর্তৃক তৈরীকৃত ‘খামারি’ মোবাইল অ্যাপ। তিনি খামারি খামারি অ্যাপ’-এ কৃষি আবহাওয়া, রোগবালাই, কৃষি বিপণন বিষয়ক তথ্যাদি সংযুক্ত করে ওয়ান স্টপ সার্ভিস হিসাবে রূপান্তরের পরামর্শ দেন। তিনি ২০৫০ সালের জনসংখ্যাকে টার্গেট করে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কৃষির সাথে সম্পৃক্ত সকলকে সহযোগিতা করার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), মাননীয় উপদেষ্টা, কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘খামারি’ মোবাইল অ্যাপ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রদর্শনী কৃষকদের সাথে মতবিনিময় করেন। তিনি খামারি’ মোবাইল অ্যাপের প্রশংসা করেন এবং মাঠ পর্যায়ে কৃষক যেন এর সুফল ভোগ করতে পারে সেবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, কৃষক যদি সঠিকভাবে খামারি মোবাইল অ্যাপ ব্যবহার করে তাহলে জমির উর্বরতা রক্ষা হবে, সারের ব্যবহারও কমবে এবং সেইসাথে উৎপাদনও বাড়বে। তিনি ‘খামারি’ মোবাইল অ্যাপের সেবা দ্রুত কৃষকের দোড়গোড়ায় পৌছে দেয়ার আহবান জানান। এছাড়াও তিনি কৃষিখাতে নতুন প্রযুক্তি ও জাত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করায় বিজ্ঞানী কৃষিবিদদের ধন্যবাদ জানান।