Wellcome to National Portal
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২০

ভূমিকা

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের সবোর্চ্চ প্রতিষ্ঠান। পরিকল্পনা ও সম্পদের সমন্বয় সাধনের মাধ্যমে জাতীয় কৃষি গবেষণা সক্ষমতা জোরদারকরণ বিএআরসির দায়িত্ব যা একই ছাতার নীচে দেশের সমগ্র কৃষি গবেষণা প্রয়াস সমন্বয় সাধন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন: কৃষি, বন ও পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ, পল্লী উন্নয়ন, শিক্ষা, শিল্প, বানিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদির সমন্বিত কার্যক্রম যুক্ত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ২০১২ সালের আইনের আওতায় একটি শক্তিশালী গভর্ণিং বডির নির্দেশনায় (NARS) -এর নীতি নির্ধারণী কর্মকান্ড পরিচালিত হয়। মাননীয় কৃষি মন্ত্রী উক্ত গভর্ণিং বডির চেয়ারম্যান। মাননীয় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এবং মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী কো-চেয়ারম্যান হিসাবে গভর্ণিং বডি পরিচালনা করে থাকে। তাছাড়া মাননীয় সংসদ সদস্য, সংশ্লিস্ষ্ট মন্ত্রণালয়ের সচিবগন, পরিকল্পনা কমিশনের কৃষি বিষয়ক সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রথিতযশা বিজ্ঞানীবৃন্দ এবং কৃষক প্রতিনিধি গভর্ণিং বডিতে সদস্য হিসাবে অর্ন্তভূক্ত আছেন। পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত কর্মকান্ড বাস্তবায়নের দায়িত্ব হলো বিএআরসি-র নির্বাহী চেয়ারম্যান এবং সংশ্লিস্ষ্ট বিভাগের সদস্য-পরিচালক ও পরিচালকবৃন্দের।

জাতীয় কৃষি গবেষণা পরিকল্পনা ও ভিশন ডকুমেন্ট প্রস্তুত বিষয়ক কার্যক্রম বিএআরসির উপর ন্যাস্ত করা হয়েছে যা জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে গবেষণা কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে গাইডলাইন হিসেবে কাজ করে। এর উপর ভিত্তি করে গবেষণা প্রতিষ্ঠানসমূহ তাদের মাষ্টার প্লান তৈরী করবে। বিএআরসি-র দায়িত্ব হচ্ছে গবেষণা সমন্বয় এবং আন্তঃপ্রতিষ্ঠান সংযোগ জোরদারকরণ, নার্স ইনস্টিটিউটসমূহের গবেষণা কার্যক্রম পরিবীক্ষণ ও পর্যালোচনা, প্রতিষ্ঠান সমূহের গবেষণা সক্ষমতা জোরদারকরণে সহায়তা করা, সিস্টেমভূক্ত পরিচালন নীতিমালা এবং মান সম্পন্ন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন এবং ইনস্টিটিউটসমূহের সন্তোষজনক পরিচালনা নিশ্চিত করা।

 

ভিশনঃ

দক্ষ, কার্যকরী এবং টেকসই কৃষি গবেষণা সিস্টেম

 

মিশনঃ

কৃষির উন্নয়নকল্পে উন্নত জাত ও লাগসই প্রযুক্তি এবং তথ্য উদ্ভাবনের লক্ষ্যে নার্সভুক্ত প্রতিষ্ঠান, কৃষি বিশ্ববিদ্যালয় বেসরকারী সংস্থা এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানসমূহের সংগে অংশীদারিত্বের ভিত্তিতে গবেষণা সক্ষমতা জোরদারকরণ

 

লক্ষ্যঃ

  • জাতীয় কৃষি গবেষণা সিস্টেম সুসংহত এবং জোরদারকরণ;
  • পরিকল্পনা, অর্থায়ন এবং প্রতিযোগীতামূলক গবেষণা অনুদান সমন্বয় এবং পরিবীক্ষণ;
  • ক্লায়েন্ট ভিত্তিক বা চাহিদা মাফিক লাগসই প্রযুক্তি উদ্ভাবন;
  • গবেষণা ফলাফল লিপিবদ্ধকরণ এবং সুবিধাভোগীদের মধ্যে প্রচার করা;
  • গবেষণার সুবিধার্থে প্রশাসনিক ও আর্থিক কাঠামো সুসংহতকরণ এবং
  • প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নতকরণের মাধ্যমে গবেষণা উপযোগী পরিবেশ তৈরী করা।