Wellcome to National Portal
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd August ২০২২

বিএআরসি’তে নিত্য প্রয়োজনীয় ফসলের (খাদ্য শস্য) চাহিদা ও যোগান নিরুপণে পরিচালিত গবেষণার চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষ্যে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2022-08-23

কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দপ্তর/সংস্থার অভ্যন্তরীণ সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক নিত্য প্রয়োজনীয় ২৮টি ফসলের (খাদ্য শস্য) চাহিদা ও যোগান নিরুপণে গবেষণা পরিচালনার জন্য বিএআরসি-কে দায়িত্ব দেওয়া হয়। উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে গবেষণা পরিচালনার লক্ষ্যে কাউন্সিল কর্তৃক একটি স্টাডি টিম গঠন করা হয়। স্টাডি টিম কর্তৃক চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে অদ্য ২৩-০৮-২০২২ইং তারিখ মঙ্গলবার বিএআরসি’তে একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় মাননীয় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনএআরএস প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।