Wellcome to National Portal
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুন ২০২৪

জাতীয় ফল মেলা ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত “ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় শীর্ষক সেমিনার


প্রকাশন তারিখ : 2024-06-10

জাতীয় ফল মেলা ২০২৪ উপলক্ষ্যে গত ০৬-০৮ জুন, ২০২৪ তারিখ রোজ বৃহঃপতিবার “ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির  বাংলাদেশ”  শীর্ষক প্রতিপাদ্য বিষয়ক সেমিনার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, অডিটোরিয়াম, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সন্মানিত সচিব জনাব, ওয়াহিদা আক্তার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুস শহীদ এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আহসানুল ইসলাম টিটু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয় এবং সেমিনারে স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব।  সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, বাদল চন্দ্র বিশ্বাস মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। প্রবন্ধ আলোচক ড. মোঃ আমজাদ হোসেন, প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং প্রফেসর. ড. মোঃ কামরুল হাসান, উদ্যানতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত সংস্থার প্রধান, বিজ্ঞানীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তাবৃন্দ, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর কৃষি তথ্য সার্ভিস (AIS) কর্তৃক নির্মিত ‘ফলে পুষ্টি অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ বিষয়ভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রদশির্ত হয়।